Monday, June 24, 2024

Ami Tomari Premo Vikhari Lyrics

Ami Tomari Premo Vikhari Lyrics


আমি তোমারি প্রেম ভিখারী,
ভালবেসে ঠাই দিও পরানে গো
ভালবেসে ঠাই দিও পরানে
আমি তোমারি তুমি আমারি
পাশে থেকো জীবনে মরনে গো
পাশে থেকো জীবনে মরনে


বুকেরো ভিতরে আন্ধার কুটিরে
তুমি ওগো চান্দেরও বাতি

............
চোখের মনিতে শয়নে-স্বপনে
আছো তুমি দিবসও রাতি,
ভালবেসে ঠাই দিও পরানে গো
পাশে থেকো জীবনে মরনে


তোমােরে আমি যে কত ভালবাসি গো
বোঝাবো কেমনে বোঝাবো?

.........
তোমারে না পেলে জানি আমি জানি গো
মরিব অকালে মরিব
ভালবেসে ঠাই দিও পরানে গো
পাশে থেকো জীবনে মরনে।
আমি তোমারি প্রেম ভিখারী,
ভালবেসে ঠাই দিও পরানে গো
ভালবেসে ঠাই দিও পরানে
আমি তোমারি তুমি আমারি
পাশে থেকো জীবনে মরনে গো
পাশে  থেকো জীবনে মরনে

No comments:

Post a Comment