Monday, June 24, 2024

Gram Chara Oi Ranga Matir Poth Lyrics


গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে।

ওরে কার পানে মন হাত বাড়িয়ে

লুটিয়ে যায় ধুলায় রে আমার

মন ভুলায় রে।

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে।


ও যে আমায় ঘরের বাহির করে,

পায়ে-পায়ে ধরে

মরি হায় হায় রে ।

ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে

যায় রে কোন চুলায় রে আমার

মন ভুলায় রে।


ও কোন বাঁকে কী ধন দেখাবে,

কোনখানে কী দায় ঠেকাবে---

কোথায় গিয়ে শেষ মেলে যে

ভেবেই না কুলায় রে আমার

মন ভুলায় রে।


গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে ।।

Ami Tomari Premo Vikhari Lyrics

Ami Tomari Premo Vikhari Lyrics


আমি তোমারি প্রেম ভিখারী,
ভালবেসে ঠাই দিও পরানে গো
ভালবেসে ঠাই দিও পরানে
আমি তোমারি তুমি আমারি
পাশে থেকো জীবনে মরনে গো
পাশে থেকো জীবনে মরনে


বুকেরো ভিতরে আন্ধার কুটিরে
তুমি ওগো চান্দেরও বাতি

............
চোখের মনিতে শয়নে-স্বপনে
আছো তুমি দিবসও রাতি,
ভালবেসে ঠাই দিও পরানে গো
পাশে থেকো জীবনে মরনে


তোমােরে আমি যে কত ভালবাসি গো
বোঝাবো কেমনে বোঝাবো?

.........
তোমারে না পেলে জানি আমি জানি গো
মরিব অকালে মরিব
ভালবেসে ঠাই দিও পরানে গো
পাশে থেকো জীবনে মরনে।
আমি তোমারি প্রেম ভিখারী,
ভালবেসে ঠাই দিও পরানে গো
ভালবেসে ঠাই দিও পরানে
আমি তোমারি তুমি আমারি
পাশে থেকো জীবনে মরনে গো
পাশে  থেকো জীবনে মরনে

Ore Nil Doriya Lyrics

Ore Nil Doriya Lyrics

ওরে নীল দরিয়া
আমায় দে রে দে ছাড়িয়া
বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে
কান্দে রইয়া রইয়া

ওরে নীল দরিয়া
আমায় দে রে দে ছাড়িয়া
বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে
কান্দে রইয়া রইয়া

ওরে নীল দরিয়া

কাছের মানুষ দূরে থুইয়া
মরি আমি ধরফড়াইয়া রে
দারুণ জ্বালা দিবানিশি
দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে
আমার এত সাধের মন বঁধুয়া হায় রে
কী জানি কী করে

ওরে সাম্পানের নাইয়া
আমায় দে রে দে ভিড়াইয়া
বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে
কান্দে রইয়া রইয়া

ওরে সাম্পানের নাইয়া

হইয়া আমি দেশান্তরী
দেশ-বিদেশে ভিড়াই তরী রে
নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে
নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে
আমার মনের নোঙ্গর পইড়া আছে হায় রে
সারেং বাড়ির ঘরে

এই না পথ ধইরা
আমি কত যে গেছি চইলা
একলা ঘরে মন বঁধুয়া আমার
রইছে পন্থ চাইয়া

Writer(s): Alom Khan, Mukul Chudhury