package com.pritom.kumar; import java.io.File; import java.nio.file.Path; import java.nio.file.Paths; import java.nio.file.StandardWatchEventKinds; import java.nio.file.WatchEvent; import java.nio.file.WatchKey; import java.nio.file.WatchService; import java.util.List; /** * Created by pritom on 25/09/2016. */ public class ChangeFileListener { public static void main(String[] args) throws Exception { startWatch("C:/tmp"); } public static void startWatch(String location) { try { Path directory = Paths.get(location); println("Start listening directory: [" + location + "]"); final WatchService watchService = directory.getFileSystem().newWatchService(); directory.register(watchService, StandardWatchEventKinds.ENTRY_CREATE, StandardWatchEventKinds.ENTRY_DELETE, StandardWatchEventKinds.ENTRY_MODIFY); while (true) { final WatchKey watchKey = watchService.take(); handleWatchTriggered(location, watchKey); boolean valid = watchKey.reset(); if (!valid) { throw new Exception("Watcher failed for listen [" + location + "]"); } } } catch (Exception ex) { ex.printStackTrace(); } } private static void handleWatchTriggered(String location, WatchKey watchKey) throws Exception { List<WatchEvent<?>> watchEventList = watchKey.pollEvents(); for (WatchEvent watchEvent : watchEventList) { if (watchEvent.kind() == StandardWatchEventKinds.ENTRY_CREATE) { println("Created: [" + watchEvent.context().toString() + "]"); File fileCreated = new File(location + "/" + watchEvent.context().toString()); } else if (watchEvent.kind() == StandardWatchEventKinds.ENTRY_DELETE) { println("Deleted: [" + watchEvent.context().toString() + "]"); } else if (watchEvent.kind() == StandardWatchEventKinds.ENTRY_MODIFY) { println("Modified: [" + watchEvent.context().toString() + "]"); } } } public static void println(Object o) { System.out.println("" + o); } }
Monday, September 26, 2016
File Change Listener Implementation Using Java
Friday, September 23, 2016
MySQL list all foreign key and other constraint names
SELECT TABLE_NAME, COLUMN_NAME, CONSTRAINT_NAME, REFERENCED_TABLE_NAME, REFERENCED_COLUMN_NAME
FROM INFORMATION_SCHEMA.KEY_COLUMN_USAGE
WHERE REFERENCED_TABLE_SCHEMA = 'database_name'
Sunday, September 11, 2016
Python parse xml
import sys import xml.etree.ElementTree as ET class XmlParser: def fixAttrs(self, attrs, c): nattrs = {} for attr in attrs: nattrs[self.buildXmlnsKey(attr, c)] = attrs[attr] return nattrs def buildXmlnsKey(self, tagtxt, tcounter): done = False if not tagtxt.startswith("{"): return tagtxt #print 'Search for: ', tagtxt, ' in ', tcounter if self.nsmap.has_key(str(tcounter)): nslmap = self.nsmap[str(tcounter)] #print 'nslmap-->', nslmap for obj in nslmap: if done is False: for key in obj.keys(): kstr = '{' + key + '}' #print 'key--->', key, ', --->', kstr if tagtxt.startswith(kstr) and done is False: done = True kval = obj[key] #print 'need to replace to: ', kval if len(kval): tagtxt = tagtxt.replace(kstr, kval+':', 1) else: tagtxt = tagtxt.replace(kstr, '', 1) if done is False and tcounter > 0: tcounter = tcounter - 1 return self.buildXmlnsKey(tagtxt, tcounter) return tagtxt def xmlToDict(self, node, dictclass = None): if dictclass is None: dictclass = {} self.ncounter = self.ncounter + 1 if len(node): if node.attrib: #print node.attrib dictclass['<<attr>>'] = self.fixAttrs(node.attrib, self.ncounter); for child in node: tagtxt = self.buildXmlnsKey(child.tag, self.ncounter) newItem = self.xmlToDict(child) #tagtxt = child.tag if dictclass.has_key(tagtxt): if type(dictclass[tagtxt]) is type([]): dictclass[tagtxt].append(newItem) else: oldItem = dictclass[tagtxt]; dictclass[tagtxt] = []; dictclass[tagtxt].append(oldItem); dictclass[tagtxt].append(newItem); else: dictclass[tagtxt] = newItem else: if node.text is None: text = '' else: text = node.text.strip() if node.attrib: #print fixAttrs(node.attrib, ncounter) dictclass['<<attr>>'] = self.fixAttrs(node.attrib, self.ncounter) dictclass['<<value>>'] = text; else: dictclass = text; return dictclass def printDic(self, dic, pos = None): if pos is None: pos = 0 for key in dic.keys(): #print 'key--->', key if dic[key] is None: print self.getLenStr(pos), key, '' elif type(dic[key]) is type({}): npos = pos + 1 print self.getLenStr(pos) + str(key), '{' self.printDic(dic[key], npos) print self.getLenStr(pos) + '}' elif type(dic[key]) is type([]): npos = pos + 1 print self.getLenStr(pos) + str(key), '[' self.printList(dic[key], npos) print self.getLenStr(pos) + ']' else: print self.getLenStr(pos) + str(key), ': ', dic[key] def printList(self, dic, pos = None): if pos is None: pos = 0 lindex = -1 for obj in dic: lindex = lindex + 1 if obj is not None: if type(obj) is type({}): print self.getLenStr(pos) + str(lindex)+'. {' npos = pos + 1 self.printDic(obj, npos) print self.getLenStr(pos) + '}' elif type(obj) is type([]): print self.getLenStr(pos) + str(lindex)+'. [' npos = pos + 1 self.printList(obj, npos) print self.getLenStr(pos) +']' else: print self.getLenStr(pos), str(lindex)+'.', obj def getLenStr(self, pos): sstr = '' while pos > 0: sstr = sstr + ' ' pos = pos - 1 return sstr def __init__(self, fileLocation): self.location = fileLocation; def parse(self): tree = ET.parse(self.location) root = tree.getroot() self.nsmap = {} self.lcounter = 0 for event, elem in ET.iterparse(self.location, events=('start', 'end', 'start-ns', 'end-ns')): if event == 'start-ns': #print 'start-ns', lcounter a, b = elem if b is not None and len(b): #print "A-->", a, ", B-->" , b scounter = self.lcounter + 0 if not self.nsmap.has_key(str(scounter)): self.nsmap[str(scounter)] = [] self.nsmap[str(scounter)].append({'http://www.w3.org/XML/1998/namespace': 'xml'}); self.nsmap[str(scounter)].append({b: str(a)}) elif event == 'start': #print 'start', lcounter if not self.nsmap.has_key(str(self.lcounter)) and self.nsmap.has_key(str(self.lcounter - 1)): #print 'exist: ', nsmap[str(lcounter - 1)] self.nsmap[str(self.lcounter)] = self.nsmap[str(self.lcounter - 1)]; self.lcounter = self.lcounter + 1 self.ncounter = 0 self.dic = self.xmlToDict(root) self.dic = {self.buildXmlnsKey(root.tag, 0): self.dic} return self.dic; if __name__ == "__main__": xmlObj = XmlParser('xml7.xml'); theXmlDictionary = xmlObj.parse() xmlObj.printDic(theXmlDictionary);
Suppose you have the xml as file:
<?xml version="1.0"?> <lib:library xmlns:lib="http://eric.van-der-vlist.com/ns/library" xmlns:hr="http://eric.van-der-vlist.com/ns/person"> <lib:book id="b0836217462" available="true"> <lib:isbn>0836217462</lib:isbn> <lib:title xml:lang="en">Being a Dog Is a Full-Time Job</lib:title> <hr:author id="CMS"> <hr:name>Charles M Schulz</hr:name> <hr:born>1922-11-26</hr:born> <hr:dead>2000-02-12</hr:dead> </hr:author> <lib:character id="PP"> <hr:name>Peppermint Patty</hr:name> <hr:born>1966-08-22</hr:born> <lib:qualification>bold, brash and tomboyish</lib:qualification> </lib:character> <lib:character id="Snoopy"> <hr:name>Snoopy</hr:name> <hr:born>1950-10-04</hr:born> <lib:qualification>extroverted beagle</lib:qualification> </lib:character> <lib:character id="Schroeder"> <hr:name>Schroeder</hr:name> <hr:born>1951-05-30</hr:born> <lib:qualification>brought classical music to the Peanuts strip</lib:qualification> </lib:character> <lib:character id="Lucy"> <hr:name>Lucy</hr:name> <hr:born>1952-03-03</hr:born> <lib:qualification>bossy, crabby and selfish</lib:qualification> </lib:character> </lib:book> <Purchase> <PurchaseId>AAAAA</PurchaseId> <PurchaseType>ONLINE</PurchaseType> </Purchase> <Purchase> <PurchaseId>BBBBB</PurchaseId> <PurchaseType>OFFLINE</PurchaseType> </Purchase> <Purchase paid='True'> <Purchase age='30'> <Purchase>HMM 1</Purchase> <Purchase>HMM 2</Purchase> </Purchase> </Purchase> </lib:library>
Output would be like this:
lib:library { Purchase [ 0. { PurchaseId : AAAAA PurchaseType : ONLINE } 1. { PurchaseId : BBBBB PurchaseType : OFFLINE } 2. { <<attr>> { paid : True } Purchase { <<attr>> { age : 30 } Purchase [ 0. HMM 1 1. HMM 2 ] } } ] lib:book { hr:author { <<attr>> { id : CMS } hr:name : Charles M Schulz hr:born : 1922-11-26 hr:dead : 2000-02-12 } <<attr>> { available : true id : b0836217462 } lib:title { <<attr>> { xml:lang : en } <<value>> : Being a Dog Is a Full-Time Job } lib:isbn : 0836217462 lib:character [ 0. { <<attr>> { id : PP } hr:name : Peppermint Patty hr:born : 1966-08-22 lib:qualification : bold, brash and tomboyish } 1. { <<attr>> { id : Snoopy } hr:name : Snoopy hr:born : 1950-10-04 lib:qualification : extroverted beagle } 2. { <<attr>> { id : Schroeder } hr:name : Schroeder hr:born : 1951-05-30 lib:qualification : brought classical music to the Peanuts strip } 3. { <<attr>> { id : Lucy } hr:name : Lucy hr:born : 1952-03-03 lib:qualification : bossy, crabby and selfish } ] } }
Friday, September 9, 2016
An educational story according to workers & managers in an organization
এক দেশে ছিলো এক পিপড়া। সে প্রতিদিন ৯টায় অফিসে ঢুকতো। তারপর কারো সঙ্গে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত।
সে যে পরিমাণ কাজ করত, তাতে কোম্পানির উৎপাদন হতো প্রচুর এবং এর ফলে সে আনন্দের সঙ্গেই জীবন নির্বাহ করত।
ওই অফিসের সিইও সিংহ অবাক হয়ে দেখত, এই পিঁপড়াটি কোনো ধরনের সুপারভিশন ছাড়াই প্রচুর কাজ করছে। সিংহ ভাবল, পিঁপড়াকে যদি কারও সুপারভিশনে দেওয়া হয়, তাহলে সে আরও বেশি কাজ করতে পারবে।
কয়েক দিনের মধ্যেই সিংহ একটি তেলাপোকাকে পিঁপড়ার সুপারভাইজার হিসেবে নিয়োগ দিল। সুপারভাইজার হিসেবে এই তেলাপোকাটির ছিল দীর্ঘদিনের অভিজ্ঞতা, আর সে দুর্দান্ত রিপোর্ট লিখতে পারত।
তেলাপোকাটি প্রথমেই সিদ্ধান্ত নিল, এই অফিসে একটি অ্যাটেনডেন্স সিস্টেম থাকা উচিত।
কয়েক দিনের মধ্যেই তেলাপোকার মনে হলো, তার একজন সেক্রেটারি দরকার, যে তাকে রিপোর্ট লিখতে সাহায্য করবে। … সে একটা মাকড়সাকে নিয়োগ দিল এই কাজে যে সব ফোনকল মনিটর করবে, আর নথিপত্র রাখবে।
সিংহ খুব আনন্দ নিয়ে দেখল যে তেলাপোকা তাকে প্রতিদিনের কাজের হিসাব দিচ্ছে আর সেগুলো বিশ্লেষণ করছে গ্রাফের মাধ্যমে। ফলে খুব সহজেই উৎপাদনের ধারা সম্পর্কে ধারণা নেওয়া যাচ্ছে এবং সিংহ সেগুলো বোর্ড মিটিংয়ে ‘প্রেজেন্টেশন’ আকারে পেশ করে বাহবা পাচ্ছে।
কিছুদিনের মধ্যেই তেলাপোকার একটি কম্পিউটার ও লেজার প্রিন্টার প্রয়োজন হলো এবং এগুলো দেখভালের জন্য আইটি ডিপার্টমেন্ট গঠন করল। আইটি বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেল মাছি।
আমাদের কর্মী পিঁপড়া, যে প্রতিদিন অফিসে এসে প্রচুর কাজ করে মনের সুখে গান গাইতে গাইতে বাসায় ফিরত, তাকে এখন প্রচুর পেপার ওয়ার্ক করতে হয়, সপ্তাহের চার দিনই নানা মিটিংয়ে হাজিরা দিতে হয়।
নিত্যদিন এসব ঝামেলার কারণে কাজে ব্যাঘাত ঘটায় উৎপাদন কমতে লাগল, আর সে বিরক্ত হতে লাগল।
সিংহ সিদ্ধান্ত নিল, পিঁপড়া যে বিভাগে কাজ করে, সেটাকে একটা আলাদা ডিপার্টমেন্ট ঘোষণা করে সেটার একজন ডিপার্টমেন্ট প্রধান নিয়োগ দেওয়ার এটাই উপযুক্ত সময়।
সিংহ ঝিঁঝিপোকাকে ওই ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নিয়োগ দিল। ঝিঁঝিপোকা প্রথম দিন এসেই তার রুমের জন্য একটা আরামদায়ক কার্পেট ও চেয়ারের অর্ডার দিল।
কয়েক দিনের মধ্যেই অফিসের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করতে ঝিঁঝি পোকার একটি কম্পিউটার ও ব্যক্তিগত সহকারীর প্রয়োজন হলো। কম্পিউটার নতুন কেনা হলেও ব্যক্তিগত সহকারী হিসেবে ঝিঁঝিপোকা নিয়োগ দিল তার পুরোনো অফিসের একজনকে।
পিঁপড়া যেখানে কাজ করে, সেখানে আগে ছিল চমৎকার একটা পরিবেশ। এখন সেখানে কেউ কথা বলে না, হাসে না। সবাই খুব মনমরা হয়ে কাজ করে।
ঝিঁঝিপোকা পরিস্থিতি উন্নয়নে সিংহকে বোঝাল, ‘অফিসে কাজের পরিবেশ’ শীর্ষক একটা স্টাডি খুব জরুরি হয়ে পড়েছে।
পর্যালোচনা করে সিংহ দেখতে পেল, পিঁপড়ার বিভাগে উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে।
কাজেই সিংহ কয়েক দিনের মধ্যেই স্বনামখ্যাত কনসালট্যান্ট পেঁচাকে অডিট রিপোর্ট এবং উৎপাদন বাড়ানোর উপায় বাতলে দেওয়ার জন্য নিয়োগ দিল।
পেঁচা তিন মাস পিঁপড়ার ডিপার্টমেন্ট মনিটর করল, সবার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলল। তারপর বেশ মোটাসোটা একটা রিপোর্ট পেশ করল সিংহের কাছে। ওই রিপোর্টের সারমর্ম হলো, এই অফিসে প্রয়োজনের তুলনায় কর্মী বেশি। কর্মী ছাঁটাই করা হোক।
পরের সপ্তাহেই বেশ কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো। বলুন তো, কে সর্বপ্রথম চাকরি হারাল?
ওই হতভাগ্য পিঁপড়া। কারণ, পেঁচার রিপোর্টে লেখা ছিল, ‘এই কর্মীর মোটিভেশনের ব্যাপক অভাব রয়েছে এবং সর্বদাই নেতিবাচক আচরণ করছে, যা অফিসের কর্মপরিবেশ নষ্ট করছে।
এবার ভাবুন তো, আপনার পজিশানটা কী আপনার অর্গানাইজেশনে?
( সংগৃহীতঃ বিদেশি গল্পের অবলম্বনে )
Subscribe to:
Posts (Atom)