Pages

Monday, June 24, 2024

Gram Chara Oi Ranga Matir Poth Lyrics


গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে।

ওরে কার পানে মন হাত বাড়িয়ে

লুটিয়ে যায় ধুলায় রে আমার

মন ভুলায় রে।

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে।


ও যে আমায় ঘরের বাহির করে,

পায়ে-পায়ে ধরে

মরি হায় হায় রে ।

ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে

যায় রে কোন চুলায় রে আমার

মন ভুলায় রে।


ও কোন বাঁকে কী ধন দেখাবে,

কোনখানে কী দায় ঠেকাবে---

কোথায় গিয়ে শেষ মেলে যে

ভেবেই না কুলায় রে আমার

মন ভুলায় রে।


গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে ।।

No comments:

Post a Comment